অসহায়দের পাশে ইব্রাহীম খলিল

ছবিঃ এশিয়াবিডি

করোনা পরিস্থিতি জনজীবনে দুর্ভোগ, হতদরিদ্র ও অসহায়দের পাশে ইব্রাহিম খলিল। ত্রাণ সামগ্রী নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছেন।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মহল্লা, পাড়ায়, হতদরিদ্র নিম্নআয়ের মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, সচেতন নাগরিক, শিক্ষাবিদ, তরুণ রাজনীতিবিদ ইব্রাহীম খলিল।

বুধবার (১ এপ্রিল) তিনি বাংলাবাজার ইউনিয়নের দরিদ্র, অসহায়, দিনমজুর ও নিম্নআয়ের মানুষদের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

জানা যায়, ইব্রাহীম খলিল নিজ তহবিল থেকে ২শত অসহায়, দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবেন। তিনি বলেন আজ বিশ্ব সমস্যা করোনা জাতির এই ক্রান্তিকালে সকলের সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো উচিত।

তিনি আরও বলেন করোনা পরিস্থিত স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে আমি আছি থাকবো এবং আমার সাহায্য অব্যাহত থাকবে।

ইব্রাহিম খলিল বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া, মৌলারপাড, নতুন বাশতলা, কলোনী, বাশতলা, পেকপাড়া, ঝুমগাও গ্রামে ২০০ পরিবারের মাঝে ১হাজার কেজি চাল, ২শত কেজি আলু, ১শত কেজি মুসুরির ডাল বিতরণ করেন।

মৌলারপাড় গ্রামের দিনমজুর ফজর আলী জানান, করোনার ভয়ে গত কয়েক দিন ধরে ঘরের বাইরে বের হচ্ছেন না তিনি। ফলে ৪ সদস্যের পরিবার নিয়ে চরম বিপাকে ছিলেন। এই সহায়তায় তার অনেক উপকার হবে।

চৌধুরীপাড়া গ্রামের মুখলেছ বলেন, গত ৪ দিন ধরে বাড়ি থেকে বের হতে না পারায় সব কিছু ফুরিয়েছে। ইব্রাহীম খলিলের পক্ষ থেকে চাল, ডাল, আলু পেয়েছি। এতে আমাদের কয়েক দিন চলবে।

ত্রাণ সামগ্রী বিতরণের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করে ইব্রাহীম খলিল জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে পরিবার প্রতি ৫ কেজি চাল, আধা কেজি ডাল, ১ কেজি আলু প্যাকেটজাত করে বিতরণ করা হয়েছে।

এ সময় তিনি সবাইকে নিজ বাড়িতে থেকে ও ভীড় এড়িয়ে চলার পরামর্শ দেন। জনস্বার্থে এসব ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এশিয়াবিডি/ইসমাইল/সাইফ

আরও সংবাদ