আজমিরীগঞ্জে শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
আজমিরীগঞ্জে পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক খালেদুর রশীদ ঝলকের নিজস্ব উদ্যোগে দেড় শতাধিক অসহায় দিন মজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে৷
শনিবার সকাল ১০টায় পৌর এলাকার পুরাতন পাতিল বাজারের পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে চাল, ডাল, পেয়াজ, সাবান, তৈল বিতরন করা হয়৷
এসময় খালেদুর রশীদ ঝলকের সাথে আলাপ কালে তিনি বলেন, করোনা ভাইরাসের কারনে দেশের এই পরিস্থিতিতে সাধারন দিনমজুর, অসহায় মানুষদের পাশে দাড়ানো প্রতিটি সচ্ছল নাগরিকের কর্তব্য ৷
আমি আরো দেড় শতাধিক অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরন করার ইচ্ছা রাখি। সেই সাথে খালেদুর রশীদ ঝলক সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

