ছবিঃ নিস্তব্ধ নগরী
সন্ধ্যায় বার্সেলোনার ব্যস্ততম প্লাসা এস্পানিয়ার খন্ড চিত্র। স্বাভাবিকভাবে এখানে তাদের সাপ্তাহিক ছুটি শনি,রবিবারে হাজার হাজার মানুষের সমাগম ঘটতো৷ পর্যটকরাও এখানে ঘুরতে আসতেন। বেশ পরিচিত ব্যস্ততম এই জায়গা এখন অদেখা কোভিড ১৯ নামে এক ভয়ানক মহামারীর ভয়ে নিরব। এভাবে কখনো এই এলাকাকে নিস্তব্ধ দেখা যায় নি কোনদিন। ছবিঃ মুবিন খান
এশিয়াবিডি/ডেস্ক/কামরান