জুড়ীতে ৬০ হাজার টাকা দোকান ভাড়া মওকুফ করলেন সৌমিক

জুড়ীতে উপজেলা শহরের প্রানকেন্দ্রে অবস্হিত দেওয়ান ইমরান আলী মার্কেটের ১২ টি দোকানের এপ্রিল মাসের প্রায় ৬০ হাজার টাকা ভাড়া মওকুফ করলেন মালিক।

বর্তমানে বাংলাদেশেও করুণা ভাইরাসের এর সংক্রমণ ঘটেছে।এই সময়ে সরকার পুরো দেশ লকডাউন করে দিয়েছে। যার কারণে ব্যবসায়ীরা তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে সাথে সাথে তাদের আয়ের এর উৎস বন্ধ হয়ে গেছে এই ক্রান্তিলগ্নে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন বিল্ডিং এর মালিক দেওয়ান নাজিম উদ্দিন।

করোনা ভাইরাসের কারনে ব্যবসায়ীদের সহযোগিতার জন্য মানবিক দৃষ্টি বিবেচনায় দেওয়ান ইমরান আলী মার্কেটের এপ্রিল মাসের বাড়া মওকুফ করলের দেওয়ান ইমরান আলী মার্কেট কর্তৃপক্ষ, এই ভাড়া মওকুফের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন, দেওয়ান পরিবারের কনিষ্ট পুত্র তরুণ সমাজসেবক দেওয়ান ইকরাম সৌমিক। তিনি আরও জানান, দেশের এ দূর্যোগে সরকারের পাশাপাশি বিত্তবান ও ব্যবসায়ীরা এগিয়ে এলে দরিদ্র মানুষজনের কষ্ট লাঘব করা সম্ভব।

এশিয়াবিডি/মারুফ/কামরান 

আরও সংবাদ