করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৮ জনে।
বুধবার (৮ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা বলেন।
তিনি বলেন, নতুন ৫৪ জনের মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৩৯ জন, বাকিরা ঢাকার বাইরে।
আগে গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও পাঁচ জন।
প্রসঙ্গত, জনস হপকিন্স ইউনিভার্সিটির সবশেষ (৮ এপ্রিল) তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৩ জন। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্ত ১৪ লাখ ২৯ হাজার ৪৩৭ জন। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৬৭ জন।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

 
			 
 