যুক্তরাজ্য প্রবাসী শিপলু আহমদের পক্ষ থেকে ত্রান বিতরণ

মৌলভীবাজারের রাজনগরে যুক্তরাজ্য প্রবাসী, ক্যামডেন আওয়ামী লীগ, সাংগঠনিক সম্পাদক শিপলু আহমদের পক্ষ থেকে চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন অসহায় দুঃস্থ ও খেটে-খাওয়া মানুষদেরমধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

৩ এপ্রিল (সোমবার) মৌলভীবাজারের রাজনগর সদর ইউনিয়নের তেলিজুরী গ্রামের নিজবাড়ীতে প্রথম ধাপে ১নং ওয়ার্ডে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন রাজনগর সদর ইউনিয়নের সদস্য সেলিম আহমদ, এছাড়াও উপস্থিত ছিলেন- হেলাল বকস্, রিয়াজুল ইসলাম সাহেল, জয়নাল মিয়া।

যুক্তরাজ্য প্রবাসী শিপলু আহমদ ফোনের মাধ্যমে এশিয়াবিডিকে জানান, করোনা জনিত কারণে মানুষ স্বেচ্ছায় গৃহবন্ধী। এতে অনেকেই খাদ্য সমস্যায় থাকা স্বাভাবিক। এই ক্লান্তি লগ্নে সরকারের পাশাপাশি একে অপরকে সাহায্য সহযোগীতা করা জরুরী। এই দুর্যোগময় সময়ে প্রত্যেকেই যার যার স্বামর্থ অনুযায়ী অসহায় অক্ষম মানুষের পাশে দাড়াঁলে ভাল হবে। আমি চাই আমার নিজ ইউনিয়নের করোনা ভাইরাস জনিত কারণে আতংকিত কর্মহীন অসহায় মানুষদের পাশে দাড়াঁতে এবং প্রথম ধাপে পাঁচশত এর বেশি মানুষের কাছে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে এবং আরো করা হচ্ছে হবে ইনশাআল্লাহ্।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান

আরও সংবাদ