মাননীয় প্রধানমন্ত্রী আমার রাজনগরের মানুষ ভালো নেই
নিজ এলাকার জনগণের কষ্টের কথা মোবাইল ফোনে শুনে মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান খান তার নিজস্ব ফেইসবুক আইডিতে একটি হৃদয়বিদারক স্টেটাস দেন।
সেখানে তিনি যার সাথে কথা বলেছেন সেই কথার সারসংক্ষেপ তুলে ধরেন। এবং পরিশেষে আক্ষেপ নিয়ে লিখেন গতকাল ভিডিও কনফারেন্সে যদি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ হতো, তাহলে আমি আমার রাজনগরবাসীর সব দুঃখ দূর্দশা তুলে ধরতাম।
ফেইসবুকে দেওয়া তার স্টেটাস তুলে ধরা হলো:
এলাকার জনৈক নাগরিক: হেলো (হ্যালো) চেয়ারম্যান সাবনি (সাহেব নাকি)? আমরারে (আমাদেরকে) যে সরকারে, পুলিশে ঘর বনদি (বন্ধি) করি রাখলো অতদিন থাকি (করে রেখেছে এতো দিন ধরে) অখন আমরা কিলা খাইতাম (এখন আমরা কিভাবে খাবো)? পরিবাররে লইয়া কিলা চলতাম (পরিবারকে নিয়ে কিভাবে চলবো) কাম করতাম পাররাম না আমরা কিতা করতাম (কাজ করতে পারতেছি না, আমরা এখন কি করবো)? প্রধানমন্ত্রী টেলিভিশন অ কইলা আমরারে সবতা দিছইন তে এতা কই আমরা তো পাইলাম না (প্রধানমন্ত্রী টেলিভিশনে বললেন আমাদেরকে সব কিছু দিয়েছেন, কই আমরা তো কিছুই পেলাম না)। ইত্যাদি ইত্যাদি অনেক কথা ।
মানুষ যখন কষ্টে থাকে ক্ষুদার জালায় থাকে তখন অনেক কিছু বলতে পারে। আমি শুধু বলেছি , বিশ্বাস করো সরকারিভাবে আমার হাতে এখন পর্যন্ত এক কেজি চাল ডাল আসেনি। যদি আয় কিছছু তে আপনারে দিমু নাম লেখিয়া রাখলাম (যদি কিছু আসে তাহলে আমি দেবো, নাম লিখে রাখলাম)। আর আমি হট লাইন নাম্বার দিছলাম (দিয়েছিলাম) কল দিলেতো পইলানে (কল যদি দিতেন, তাহলে কিছু পাইতেন)।
জনৈক নাগরিক: হাছানি চেয়ারম্যান সাব আমারে কেও কইছেনা (সত্য নাকি চেয়ারম্যান সাহেব, আমাদেরকে তো কেউ কিছু বলেনি)? তে অখন দেইন নাম্বার (তাহলে এখন নাম্বার দিন)।
চেয়ারম্যান: জিনিস নাই বন্ধ করছি ধনি মাইসে দিলে আরবার খুলমু (আমার কাছে পর্যাপ্ত পরিমান খাবার এখন নেই, বিত্তশালীরা যদি দেয় আমি আবার খুলবো)। দোয়া করবা দেখি কিতা করা যায় (দোয়া করবেন, দেখা যাক কি করা যায়)।
আপনারাই বলেন কি করবো? এভাবে অনেক অনেক ফোন আসে। লকডাউনের শুরুতেই উপজেলা থেকে ৮৫০০ mask ৮৫০০ সাবান ও ৫০টা পিপিই এবং bleaching powder ৮টি ইউনয়নে দেয়া হয়েছে। কয়েকটি বাজারে প্রশাসনকে সাথে নিয়ে কীটনাশক ছিটানো হয়েছে।
আমার ব্যক্তি গত উদ্যোগে রাজনগরের ১৩০০ মানুষকে হট লাইনের মাধ্যমে খাবার ঘরে ঘরে পৌছে দিয়েছি। সহযোগিতা পেলে আবার শুরু করবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধান মন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে গতকাল কথা বলার সুযোগ পেলে এটুকু বলতাম, শ্রদ্ধেয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমার রাজনগরের মানুষ এখন তেমন ভালো নেই। কারন আমাদের এখানে করোনায় একজন আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই মানুষ আতংকে আছেন। পাশাপাশি হতদরিদ্র মানুষের ঘরে খাবার নাই। এমতাবস্থায় মানুষের ঘরে খাবার পৌছে না দিতে পারলে মানুষকে ঘরে রাখা অসম্ভব হয়ে পরবে। তাই পর্যাপ্ত পরিমানে খাদ্য দ্রব্য ঘরে ঘরে পৌছে দিতে হবে।এব্যাপারে আপনার সদয় দৃষ্টি কামনা করছি। এটুকু বলতে পারলে শান্তি পেতাম। যাই হোক কিছু কথা শেয়ার করলাম। সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন ঘরে থাকার তৌফিক দান করুন।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী দেশের ৬৪ জেলার খোজ খবর নেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
এশিয়াবিডি/মুবিন/কামরান