ব্যংকে টাকা জমা দিতে না পেরে গ্রাহকের ব্যাংকে তালা ঝুলানোর চেষ্টা।

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাজারে সোনালী ব্যাংক শাখায় এক ব্যাবসায়ী টাকা জমা না দিতে পেরে ব্যাংকের গেইটে তালা ঝুলিয়ে দেয়ার চেষ্টা করেছে ৷

জানাযায় বুধবার দুপুর দেড়টায় আজমিরীগঞ্জ সোনালী ব্যাংক শাখায় আজমিরীগঞ্জের ব্যাবসায়ী শিরন মিয়া টাকা জমা দেওয়ার জন্য আসে, কিন্তু বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ১০ টা থেকে ১ টা পর্যন্ত সময় সীমা পেরিয়ে গেলে ১ টার সময় ব্যাংকের দারোয়ান গেইট লাগিয়ে দেন। প্রায় আধা ঘণ্টা পর দেড়টার দিকে ব্যাবসায়ী শিরন মিয়া ব্যাকের গেইটে এসে ডাকা ডাকি শুরু করেন, এক পর্যায়ে ব্যাংকের ম্যানাজার আবু হানিফ গেইট আসলে শিরন মিয়া টাকা জমা নেওয়া কথা বলে।ম্যানাজার ব্যাংক বন্ধ হয়ে গেছে বলে জানায়। ব্যাংক বন্ধের কথা শুনেও টাকা জমা নিতে শিরন মিয়া চাপাচাপি শুরু করেলে ম্যানাজার টাকা জমা নিতে অপারগতা জানায় ৷ তথন শিরন মিয়া ক্ষিপ্ত হয়ে খারাপ আচরন সহ ব্যাংকের গেইটে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেয়।
ব্যাংকের ম্যানাজার আবু হানিফ সাথে সাথে আজমিরীগঞ্জ থানায় ফোন দিলে শিরন মিয়া কৌশলে সটকে পরেন ৷

এ ব্যাপারে ব্যাংকের ম্যানাজার আবু হানিফ এর সাথে যোগাযোগ করলে তিনি ঘঠনার সত্যতা স্বীকার করেন।

এশিয়াবিডি/মিলাদ/কামরান

আরও সংবাদ