দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২১, নতুন আক্রান্ত ১১২

বিশ্বেজুড়ে প্রলয় সৃষ্টিকারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১২ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর আগে ২১৮ জন আক্রান্ত ছিল। এ নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা ৩৩০ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে নিয়মিত অনলাইন বুলেটিনে নিজ বাসা থেকে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

আইসোলেশন আরও বাড়ানো হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০০০ বেডের একটি আইসোলেশন/হাসপাতাল করা হচ্ছে বসুন্ধরা কনভেনশন সেন্টারে। এছাড়া সিটি করপোরেশের একটি স্থানে ও উত্তরা দিয়াবাড়িতে কয়েকটি ভবনে আইসোলেশন সেন্টার তৈরি হচ্ছে।

অনলাইনে বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ