ছুটির মেয়াদ বাড়ল

করোনা সংক্রমণ রোধে চতুর্থ দফায় সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। ছুটি আরও ১১ দিন বৃদ্ধি করে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এ তথ্য জানা যায়।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ বিষয়ে শুক্রবার সংবাদ মাধ্যমকে ছুটির বিষয়ে আভাস দিয়ে বলেছিলেন, ‘সম্ভবত ছুটি কয়েক দিন বাড়তে পারে। বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে।’

করোনাভাইরাসের প্রভাবে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপরে ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ