৩০ এপ্রিল পর্যন্ত বিমানের সব ফ্লাইট বাতিল
আবারও ফ্লাইট বাতিলের ঘোষণা দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটি জানিয়েছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে এর আগে ১৪ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আরোও পড়ুনঃ- গ্রাম-গঞ্জেও সুনসান নীরবতা!
প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ২৭ জন মারা গেছেন। আকান্ত হয়েছেন মোট ৩২৪ জন। বিশ্বে ২১০টি দেশে ১ লাখ ২ হাজার ৬৯৩ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন আরো অনেকে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ