টাঙ্গাইলে ব্যতিক্রমী বাজার

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে টাঙ্গাইলে ব্যতিক্রমী বাজার ব্যবস্থাপনা শুরু করেছে র‌্যাব।

শনিবার (১১ এপ্রিল) সকালে শহরের বটতলা বাজারে টাঙ্গাইল র‌্যাব- ১২ এর উদ্যোগে এই বাজার ব্যবস্থাপনা পরিচালনা করা হয়।

বিষয়টি জানিয়েছেন টাঙ্গাইল র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি) ৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত।

মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত জানান, জেলায় করোনাভাইরাস সংক্রমণ এড়াতে এবং বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটি বাজারে জনসমাগম কমাতে র‌্যাব-১২ এর পক্ষ থেকে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহরের বটতলাতে বাজার বসানোর আগেই সামাজিক দূরত্ব মানতে র‌্যাবের পক্ষ থেকে নিরাপদ দূরত্বে গোল বৃত্ত এঁকে দেয়া হয়েছে। এই বৃত্তের বাহিরে গিয়ে কেউ বাজার করতে পারবেন না। শুধু তাই নয়, বাজারে ঢোকার সময় সকল ক্রেতার শরীরে জীবানুনাষক স্প্রেও করা হয়।

এবং বাজার শেষে দুটি বের হওয়ার রাস্তা রয়েছে। সেখানেও জীবানুনাশক স্প্রে দিয়ে বের হতে হবে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ