১৬ দেশের সঙ্গে ফ্লাইট বন্ধের মেয়াদ বাড়লো


করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধের নিষেধাজ্ঞা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে অভ্যন্তরীণ রুটেও যাত্রী পরিবহনে ওই তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞার আওতায় থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে বেবিচক থেকে এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক রুটে বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকে অর্থাৎ ১৬টি দেশ এ নিষেধাজ্ঞার আতওয়া থাকবে।

তবে, কার্গো প্লেন, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এরআগে ১৪ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এসব রুটে সব ফ্লাইট বন্ধ করে নিষেধাজ্ঞা জারি করে বেবিচক।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ