কৃষি খাতে ৫ হাজার কোটি টাকা প্রণোদনার ঘোষণা
৫ শতাংশ সুদে কৃষি খাতে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিশ্ব খাদ্য সংকট মারাত্মক আকার ধারণ করতে পারে, এমন আশঙ্কা ব্যক্ত করে দেশে কৃষি উৎপাদন বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রোববার (১২ এপ্রিল) বরিশাল ও খুলনা বিভাগের জেলা প্রশাসনের সঙ্গে করোনাভাইরাসের পরিস্থিতি ও করণীয় নিয়ে ভিডিও কনফারেন্সের আগে দেওয়া বক্তব্যে সূচনা এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এ করোনাভাইরাস সারা বিশ্বে এমনভাবে নাড়া দিয়েছে যে এখানে খাদ্যের অভাব মারাত্মক আকার ধারণ করতে পারে। বাংলাদেশে আমাদের মাটি আছে, মানুষ আছে। আমাদের মাটি অত্যন্ত উর্বর। আমরা নিজেদের চাহিদা পূরণ করে অনেককে সাহায্য করতে পারবো, যদি আমরা যথেষ্ট খাদ্য উৎপাদন করতে পারি এবং সেটি করতে হবে। আমাদের দেশের মানুষ যাতে কষ্ট না পায়, সেভাবে আমরা উৎপাদন বাড়াবেন।
একখণ্ড জমিও যাতে অনাবাদী না থাকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যার যেখানে যতটুকু জমি আছে, সেখানে কৃষিপণ্য উৎপাদন করুন।’
কৃষি ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, করোনার কারণে আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। সেজন্য শিল্প, কৃষি সবক্ষেত্রে প্রণোদনা ঘোষণা করেছি, যাতে সবকিছু অব্যাহত থাকে। মানুষের জীবন বাঁচানোই আমাদের লক্ষ্য। জেলে-কামার-তাঁতীসহ সব মানুষ এ প্রণোদনার আওতায় আছে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এজন্য কৃষিক্ষেত্রে ব্যাপক পদক্ষেপ নিয়েছি। কৃষক যাতে পণ্যের ন্যায্য দাম পায় সেদিকে নজর রাখছি। গত বছরের তুলনায় এবছর আরও বেশি ধান-চাল ক্রয় করবে সরকার।’
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

