একতা যুব সমাজের উদ্যোগে কীটনাশক ব্যাবহার
মৌলভীবাজারের রাজনগরে মুন্সিবাজার একতা যুব সমাজের উদ্যোগে মুন্সিবাজারের প্রত্যেক দোকানের আঙিনায়, রাস্তাসহ প্রতিটি গাড়িতে প্রতিরোধক কীটনাশক ছিটানো হয়।
রবিবার (১২ এপ্রিল) মুন্সিবাজার একতা যুবসমাজের প্রত্যাহিক জনসেবার অন্তর্ভুক্ত জনসেবা ও জনসচেতনতার লক্ষ্যে, বর্তমান বিশ্বের মহামারি করোনা ভাইরাস থেকে সবাইকে নিরাপদ থাকার জন্য মুন্সিবাজারের সকল দোকানের আঙিনায়, প্রতিটি গাড়িতে এবং রাস্তায় ভাইরাস প্রতিরোধক কীটনাশক ছিটানো হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সিবাজার একতা যুবসমাজের প্রধান উপদেষ্টা এহসানুর রহমান জুয়েল, সভাপতি শাহান আমহদ, দায়িত্বশীল ইমন, মামুন, মিলনসহ সংগটনের সকল সদস্যবৃন্দ।
উক্ত কর্মসূচিতে সার্বিক সহায়তা করেন ৩নং মুন্সিবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ছালেক মিয়া।
এশিয়াবিডি২৪/ডেস্ক/কামরান