জুড়ীতে ৮ জনকে ৭ হাজার টাকা জরিমানা


হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারের জুড়ীতে ৮ জনকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক। এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

রবিবার সন্ধ্যায় অভিযানে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় বড়ধামাই গ্রামের জমসেদ আলীকে এক হাজার, গোয়ালবাড়ী গ্রামের আব্দুস সহিদকে এক হাজার ও তাজুল ইসলামকে ৫শত, কচুরগুল গ্রামের বেলাল হোসেনকে এক হাজার এবং পূর্ব গোয়ালবাড়ী গ্রামের বদরুল ইলামকে ৫শত টাকা জরিমানা করা হয়। অপরদিকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪/৬৬ ধারায় ছোটধামাই গ্রামের সুমিত রুদ্র পালকে এক হাজার, হরিরামপুর গ্রামের পল্লব করকে এক হাজার এবং বড়ধামাই গ্রামের জামিল আহমদকে এক হাজার টাকাসহ মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।

এশিয়াবিডি/মারুফ/কামরান 

আরও সংবাদ