অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন নাদেল

 

 

কুলাউড়া উপজেলায় বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের পক্ষ থেকে ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, শনিবার কুলাউড়ার ব্রাক্ষনবাজার, রবির বাজার ও কুলাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় ৩০০ জন অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তারা।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গরীব অসহায় মানুষের মাঝে এভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে জানিয়েছেন তারা।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ