কবিতা: “চাই করুণা” 

“চাই করুণা” 

-তাসনিয়া তাহিয়া

 

রাতের নিস্তব্ধ আকাশটা
অসংখ্য তারায় ভরপুর।
চাঁদের স্নিগ্ধ আলো ঝলমল
করছে চতুর্দিক শান্ত নিসাড়!
মহামারী করোনার আবরণে
ভীতসন্ত্রস্ত বিশ্বজগত।

প্রকৃতি তার নিয়মেই চলছে…..
রাতের নিস্তব্ধতা শেষে ভোরের সূর্য উদিত হয়
পড়ন্ত বিকেল ঘনিয়ে সন্ধ্যা নামে।
তবুও যেন ভয় বেড়েই চলছে….
কল্পনায় শুধুই লাশের মিছিল
শত তাজা প্রাণ হারিয়ে যাচ্ছে…
হয়তো কারো প্রিয়মুখ।

আজ জগতের অদৃশ্য ইঙ্গিতে,
অবহেলিত প্রকৃতি তার প্রতি নির্মম
অত্যাচারের প্রতিশোধ নিচ্ছে…
দৃষ্টির অন্তরালে বেজে ওঠে –
প্রভুর কাছে ধরণা দেবার এখনই শ্রেষ্ঠ সময়।

 

এশিয়াবিডি/মারুফ/কামরান

 

আরও সংবাদ