করোনা: দেশে আরও ১৯ চিকিৎসক আক্রান্ত
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে আক্রান্ত ছিলেন ৩৩ জন। এ নিয়ে দেশে ৫২ জন চিকিৎসক কোভিড-১৯ রোগে আক্রান্ত হলেন।
সোমবার (১৩ এপ্রিল) রাতে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) সাধারণ সম্পাদক নিরূপম দাস এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দিন দিন আক্রান্তের হার বাড়ছে। একদিনে রেকর্ড সংখ্যক চিকিৎসক আক্রান্ত শনাক্ত হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে চিকিৎসকদের আক্রান্তের হারও বাড়ছে। আক্রান্তদের মধ্যে একজন ভেন্টিলেশনে আছেন।
যদি রোগীই না দেখতেন তাহলে এতো চিকিৎসক কীভাবে আক্রান্ত হচ্ছে প্রশ্ন রাখেন তিনি। তিনি বলেন, আগে থেকেই যদি তাদের পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা থাকতো, তাহলে চিকিৎসকদের আক্রান্তের হার এতো বেশি হতো না। তাছাড়া তিনি রোগীদের তথ্য গোপনকেও দায়ী করেন।
ভবিষ্যতে পরিস্থিতি আরো ভয়াবহ পর্যায়ে পৌঁছাবে বলে আশঙ্কা করেন তিনি।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ