বরিশালে চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ৭
বরিশাল জেলায় গত ২৪ ঘণ্টায় একজন চিকিৎসক ও নার্সসহ ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বরিশালে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ জনে।
সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।
তিনি বলেন, বরিশালে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ জন। এর মধ্যে রয়েছেন আগৈলঝাড়ায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবায় নিয়োজিত একজন মেডিক্যাল অফিসার, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একজন নার্স ও চতুর্থ শ্রেণির কর্মচারী, একই উপজেলার স্থানীয় এক নারী এবং গৌরনদী উপজেলার এক ব্যক্তি।
এছাড়া রোববার বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন দুই রোগীর নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া যায়।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ
