ক্ষমতাসীনদের ঘরে যাচ্ছে ত্রাণের চাল : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, মানুষ যখন ত্রাণের জন্য হাহাকার করছে, তখন ত্রাণের চাল চলে যাচ্ছে ক্ষমতাসীনদের ঘরে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর রাজারবাগে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফিউচার অব বাংলাদেশ’ এর উদ্যোগে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার কর্মসূচি উদ্বোধনকালে এ অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, মানুষ রাস্তায় মরে পড়ে থাকছে। একটু খাবারের জন্য হাহাকার করছে। যখন পথে-ঘাটে দিনের পর দিন প্রখর রোদের মধ্যে অপেক্ষা করেও ত্রাণ পাচ্ছে না, তখন ত্রাণ লুট হয়ে যাচ্ছে। কাদের দ্বারা? সরকারি দলের লোকদের দ্বারা। কুয়েত মৈত্রী হাসপাতালের নার্সরা খাবার পাচ্ছে না। অথচ ক্ষমতাসীন দলের লোকজনদের বাড়িতে চাল বোঝাই হয়ে যাচ্ছে। কার চাল? জনগণের চাল। তাদের টাকায় কেনা চাল।

পরে সামাজিক দূরত্ব বজায় রেখে দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন রুহুল কবির রিজভী।

এ সময়ে উপস্থিত ছিলেন ফিউচার অব বাংলাদেশের সাধারণ সম্পাদক শওকত আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ বিন হাসান, কে জি সেলিম, সদস্য নাহিদ রহমান পুতুল, রবিকুল হাবিব প্রমুখ।

ফয়সাল সালামের নেতৃত্বাধীন ‘ফিউচার অব বাংলাদেশ’ সারা দেশে দুস্থ মানুষদের বাড়িতে ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ