নূরজাহান স্বপ্নময় সংগঠনের ত্রাণ বিতরন
করোনা ভাইরাসের কারনে অসহায়,দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নুরজাহান স্বপ্নময় সংগঠন।
গত দুই দিনে প্রায় ২০০ মানুষকে তাদের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য বিতরন করেন সংগঠনের কর্মীরা।খাদ্য সামগ্রীতে রয়েছে চাল,ডাল,আলু,সাবান এবং মাস্ক।এসময় উপস্হিত ছিলেন নুরজাহান স্বপ্নময় সংগঠনের সাধারণ সম্পাদক জমির উদ্দিন সরকার, সিনিয়র সহ সভাপতি ইসরাত জাহান, সহ-সভাপতি -হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক -রেজাউল করিম, যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল ইসলাম,অর্থ সম্পাদক -বিপ্লব ভূঁইয়া,শফিকুল ইসলাম,আজাদ আহমদ প্রমুখ।
নুরজাহান স্বপ্নময় সংগঠনের সভাপতি মো ওমর ফারুক বলেন, ক্লাবের সকল সদস্যদের মাসিক চাদাঁ, এলাকার বিত্তবানদের কিছু সহযোগিতায় আমরা সারাবছর ই জনসেবামূলক কার্যক্রম করে থাকি।আগামী ঈদে ও আমরা দরিদ্র মানুষদের কে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেব।তাছাড়া সারা বছর উপজেলার গরিব ছাত্রছাত্রীদেরকে খাতা, কলম সহ শিক্ষা সামগ্রী বিতরন করে থাকি।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ