ঢাকা ছাড়লো কানাডার ২১৪ নাগরিক


করোনাভাইরাসের প্রকোপ ক্রমেই বাড়ছে। এ অবস্থায় বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে। প্রথমবারের মতো ঢাকা থেকে দেশে ফিরলো কানাডার নাগরিকরা।

ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস জানায়, নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় ২১৪ জন যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করেছে কানাডার বিশেষ চাটার্ড ফ্লাইট।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে কাতার এয়ারওয়েজের উড়োজাহাজটি।

জানা গেছে, ফ্লাইটটি কাতারের দোহা বিমানবন্দরে ট্রানজিট দিলেও করোনাভাইরাস ঝুঁকির কারণে ওই দেশে কেউ নামতে পারেননি। পরে সেখান থেকে কানাডার টরেন্টোর একটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
 
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ