নির্মাণ শ্রমিকদেরকে কি কারো চোখে পড়েনা?

ছবিঃ এশিয়াবিডি

নোভেল করোনা ভাইরাসের প্রভাবে যখন কাবু পুরো বিশ্ব, তখন বাংলাদেশও তার আওতায়। বিভিন্ন পেশার মানুষের এই দেশে নির্মাণ শ্রমিকের অবদান ও অতুলনীয়। যারা দিন আনে দিন খায়। কাজ বন্ধ হয়ে গেলে তাদের ঘরে দানা জুগানোর ক্ষমতা নাই। আজ করোনার কবলে পড়ে দুমড়ে মুছড়ে পড়েছে তারাও। লক ডাউনের কারণে তাদের কর্মসংস্থানের বিরুপ প্রভাব ফেলছে। তাছাড়া এই করোনা ভাইরাসের ভয়াভহতার জন্য কেউই কাজ করাতে চায়না।তাহলে নির্মাণ শ্রমিকদের কি হবে? ওরা কি মাসের পর মাস সেহরী ছাড়া রোজা রেখেই যাবে? ওরাও আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ। ওরাও আমাদের কারো না কারো ভাই, বাবা, চাচা।

সরকার থেকে যখন আজ ত্রাণ আসছে একের পর একেক। কিছু কিছু হত দরিদ্র ত্রাণ পেলেও, নির্মাণ শ্রমিকদের ঘরে আর ত্রান আসেনা। কেউ কেউ খাদ্যহীন হয়েও মুখ ফোটে ত্রাণ ভিক্ষা চাইতে পারেনা আত্মসম্মান বোধের জন্য।

কোনো এক নির্মাণ শ্রমিকের সাথে কথা হলে তিনি তার পরিবারের একটি ছোট্ট কাহিনি বললেন, ওনার মেয়ে (১০) আর ওনার ছেলে (৭) এর মধ্যে কথোপকথন চলছেঃ

ছেলেঃ আপু আমি ভাত খাইতাম। (আপু আমি ভাত খাবো)

মেয়েঃ ভাই রে, এখন আমরার আব্বার তো কাম নাই রে ভাই। বাজার করার টাকা কই তাকি আইবো রে ভাই। যা গোসল করিয়া আইয়ো তেউ আমরা নামাজ বাদে দুপুরের খানি খাইলাইমু। অখন ৩ বারের বদলা ২ বার খাওয়া লাগব রে ভাই। ( ভাই, এখন আমাদের বাবার কাজ নাই। কাজ না থাকলে বাজার করার টাকা আসবে কোথা থেকে? তুমি গোসলে জাও ভাই, নামাজের পড়ে আমরা একসাথে দুপুরের খাবার খাবো। এখন থেকে ৩ বেলার জায়গায় ২ বেলা খেতে হবে।)

ভাইঃ আমার যে পেটোভুক লাগছে রে আপু। (আমার খুব ক্ষিদা পেয়েছে আপু)
মেয়েঃ সোনা ভাই আমার, একটু কষ্ট করিলাও। (আদরের ভাই আমার একটু কষ্ট কর।)

ওনার কথা শুনে মনের অজান্তেই চোখের কোণে জ্বল গড়িয়ে পড়লো। এইটুকু বয়সের শিশুরাও আজ নিজের বিবেককে মানিয়ে নিয়েছে। এভাবে হয়তো আরো কতো নির্মাণ শ্রমিকের ঘরে ক্ষিদার আর্তনাদ হচ্ছে।

এ ব্যাপারে আরেকজন নির্মাণ শ্রমিকের সাথে কথা হলে তিনি বলেন, সরকার থেকে বরাদ্যকৃত টাকার কোনো অংশই আমরা পাই না। সবাই ত্রাণ বিতরণ করছে, মুখ ফুটে কাউকে বলতে পারিনা আমাকেও ত্রান দেন। ঘরে মা বোনের ক্ষিদার আর্তনাদ। মাজে মধ্যে মুদি দুকান থেকে বাকিতে পণ্য নিয়ে ক্ষিদার জ্বালা মিটাতে হয়। কিন্তু এভাবে আর কত দিন? আমরাও তো এই দেশের নাগরিক। তাহলে আমরা কেন আজ বঞ্চিত?

লেখকঃ তরুণ সংবাদকর্মী
সহ ডেস্ক ইন চার্জ
এশিয়াবিডি২৪

 

আরও সংবাদ