হজ নিবন্ধনের সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়‌লো

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে হজ নিবন্ধন কার্যক্রমের সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১ মার্চ থেকে হজযাত্রী নিবন্ধন শুরু হয়। প্রাথমিকভাবে হজ নিবন্ধনের সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বেঁধে দেওয়া হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে সময় ১২ মার্চ থে‌কে ২৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়।  পরে পর্যায়ক্রমে ১৬ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার পূর্বঘোষিত সময়সীমার শেষ দিন ছিল।

এর মধ‌্যে ফের বাড়ানো হলো হজ নিবন্ধনের সময়সীমা।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ