ইতালিতে বালাগঞ্জের যুবকের মৃত্যু; এলাকায় শোকের মাতম

ইউরোপের দেশ ইতালিতে বালাগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার ইতালির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন, ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

মৃত এই যুবকের নাম মির্জা শাহজাহান আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর।

তিনি উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ (ডেকাপুর) গ্রামের মির্জা মাসুদের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, প্রয়াতের ছোট ভাই ও বালাগঞ্জ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মির্জা হাবিবুর রহমান ইমাদ।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন যাবত তিনি যক্ষা-শ্বাসকষ্ট জনিত রোগে ভূগছিলেন।

আগামী সোমবার বাদ যোহর (ইতালি সময়) ইতালিতে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ইতালিতে বালাগঞ্জের এই যুবকের মৃত্যুতে তার গ্রামের বাড়ি মুসলিমাবাদে চলছে শোকের মাতম।

এদিকে, মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, সমাজকর্মী তামিমুল করিম হৃদয়, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ, পূর্বগৌরীপুর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক মারুফ আলম তালুকদার মিজু।

নেতৃবৃন্দ পৃথক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্ত্রন্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এশিয়াবিডি/তারেক/কামরান

আরও সংবাদ