বৃহত্তর জৈন্তায় সাংবাদিকরা পেলেন পিপিই

সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলায় ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মাঝে নিজস্ব অর্থায়নে পিপিই সহ মাস্ক গ্লাপ্স বিতরণ করা হয়েছে।

বৃহত্তর জৈন্তা ইলেকট্রনিক সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যদের মাঝে শুক্রবার বিকাল ৩টায় জাফলং ইন রেষ্টুরেন্টে সাংবাদিকদের নিয়ে মহামারী করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সংগঠনের উদ্যোগে নিজস্ব অর্থায়নে পিপিই সহ মাস্ক, গ্লাপ্স বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি ইমরান হোসেন সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রাজুর পরিচালনায় মহামারী করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

সংগঠনের নিজস্ব অর্থায়নে পিপিই মাস্ক গ্লাপ্স বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন আহমদ, সহ-সভাপতি আলিম উদ্দিন আলিম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিক সরকার, প্রচার সম্পাদক সালমান শাহ, অর্থ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, দপ্তর সম্পাদক শুয়েবুর রহমান, সদস্য সৈয়দ মোঃ শামীম, ফজলুল করিম ফালু প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কে এম লিমন।

এশিয়াবিডি/আলিম/সাইফ

আরও সংবাদ