মসজিদে নববীতে করোনারোগী শনাক্তে লাগানো হল থার্মাল ক্যামেরা
মসজিদে নববীতে করোনারোগী শনাক্তে লাগানো হয়েছে থার্মাল ক্যামেরা। এই ক্যামেরা মসজিদে নববীতে যারাই প্রবেশ করবেন তাদেরই শরীরের তাপমাত্রা মনিটর করবে। সৌদি প্রেস এজেন্সির এক রিপোর্টে এই তথ্যের সত্যতা প্রকাশ পায়।
কোভিড-১৯ মোকাবেলায় এ দারুণ পদক্ষেপ নিয়েছেন মসজিদুল হারাম ও মসজিদুল নববী কর্তৃপক্ষ।
থার্মাল ইমেজিং ডিভাইস( ক্যামেরাসমূহ) ৯ মিটার দূরত্বের মাঝে অত্যন্ত নির্ভুল ভাবে একসাথে ২৫ জন মানুষের শরীরের তাপমাত্রা নির্ণয় করতে পারে। এরা ২৪ ঘন্টা একটানা কাজ করে যেতে পারে এবং নির্ভুল তাৎক্ষনিক অডিও এবং ভিডিও রিপোর্ট দিতে সক্ষম।
এই থার্মাল ডিভাইসগুলিতে এই ছবি এবং ভিডিওগুলি এক মাস পর্যন্ত সংরক্ষিত থাকবে। এর মাঝে বিশেষজ্ঞগণ চাইলেই যে কারো তথ্য দূরবর্তী অবস্থানে বসেও বের করতে এবং ব্যাবহার করতে সক্ষম হবে।
আজ ( ১৭ এপ্রিল) সৌদি আরবে একদিনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৭৬২ জন করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। নতুন করে মৃত্যুর মিছিলে যোগ দিয়েছে আরো ৪ জন।
শেষ আপডেট পাওয়া পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে নিহত হয়েছেন মোট ৮৭ জন।
আজ ( ১৭ এপ্রিল) সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৯ জন। এ নিয়ে সৌদি আরবে মোট সুস্থ হলেন ১০৪৯ জন।নতুন ৭৬২ জন নিয়ে সৌদিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৪২ জনে।
সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এখনপর্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্ত মোট ১৩ জন বাংলাদেশী প্রবাসী নিহত হবার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
এশিয়াবিডি/জাকির/কামরান

