লকডাউনে ভালো থাকতে পবিত্র কুরআন তেলাওয়াত করুণ – অভিনেত্রী জায়রা ওয়াসিম

বিশ্বের বিস্তীর্ণ এলাকা করোনা আতঙ্কে সন্ত্রস্ত । দেশে দেশে চলছে লকডাউন। সারাবিশ্বে গৃহবন্দী পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ। ক্রমশ বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা, সাথে সাথে মৃত্যুও। মোট আক্রান্তের সংখ্যা বিশ লাখ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে প্রায় দেড় লক্ষ মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় চৌদ্দ হাজার।

ভারতবর্ষে ইতিমধ্যেই ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা হয়েছে। ফলে গৃহে আবদ্ধ মানুষ সময় কাটাচ্ছেন নানা ভাবে। মা’নসিক ভাবে বিপর্যস্ত অনেকেই। গৃহস্ত হিংসার ঘটনাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই প’রিস্থিতি কে কা’টিয়ে উঠতে মুসলিমদের উদ্দেশ্যে বেশ কিছু পরামর্শ দিয়েছেন “দঙ্গল” খ্যাত বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিম।

তিনি একটি ট্যুইট বার্তায় মুসলিমদের পবিত্র কুরআন তেলাওয়াত করে কাটানোর কথা বলেন এবং মানসিক পীড়ন কাটাতে ধর্মকে ভালোভাবে উপলদ্ধি করার কথাও বলেন তিনি। সেই সঙ্গে পরিবারের প্রতি যত্নবান হওয়া ও দায়িত্ব কর্তব্য পালনের উপরেও জোর দেন তিনি।

অভিনেত্রী জায়রা ওয়াসিম ওই ট্যুইট বার্তায় আরও প্রস্তাব দেন, লকডাউন চলাকালীন সৃজনশীল নয় কার্যকলাপে জড়িত হওয়ার পরিবর্তে মুসলমানরা তাদের সময়কে ইসলাম বোঝার জন্য ব্যয় করতে পারে।। সময় মতো নামাজ আদায় করার কথাও উল্লেখ করেছেন।

এটি উল্লেখ করা যেতে পারে যে লকডাউনের মধ্যে অনেক মুসলিম বিশেষত যুবকরা তাদের ফ্রি সময়কে কাজে লাগানোর সর্বোত্তম উপায় সন্ধানের জন্য লড়াই করছে।

এশিয়াবিডি/মুজাম্মিল/কামরান

আরও সংবাদ