কক্সবাজারে ৬ বছরের শিশুকে অপহরণ করেছে রোহিঙ্গা যুবক, অপহরণকারী আটক

টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড দরগার ছড়া গ্রামের মোঃ হাছান প্রকাশ লালুর ৬ বছরের শিশু কন্যা মাহিমাকে অপহরণ করেছে এক রোহিঙ্গা যুবক। পরে ওই শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত রোহিঙ্গা যুবককে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আটক করেছে টেকনাফ থানা পুলিশ। শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১টার সময় ওই শিশুটিকে অপহরণ করেছে বলে জানান তার মা শাহাজান বেগম। এ খবর দ্রুত এলাকায় জানাজানি হলে সদর ইউনিয়নের গোদারবিল ফায়ার সার্ভিস এলাকা থেকে সন্ধ্যা ৭টার দিকে অপহরণকারী সিরাজুল ইসলাম (৩০) সহ ভিকটিমকে উদ্ধার করা হয়। ওই অপহরণকারী টেকনাফ হ্নীলা আলী খালির ২৫ নং রোহিঙ্গা ক্যাম্প ডি ৮ নং ব্লকে বসবাস করে বলে জানায় পুলিশ।

টেকনাফ মডেল থানার এসআই অরুন চাকমা বলেন, ৬ বছরের শিশু কন্যা মাহিমার অপহরণের অভিযোগে খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে কালা মিয়ার পুত্র সিরাজুল ইসলাম (৩০) নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করে থানায় হেফাজতে রাখা হয়েছে। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা গ্রহণ পূর্বক আদলতে প্রেরণ করা হবে।

এশিয়াবিডি/আরাফাত/কামরান

আরও সংবাদ