করোনা: ভারতে ২৪ ঘণ্টায় ৯৯১ জন আক্রান্ত
ভারতে বেড়েছে লকডাউনের মেয়াদ। কিন্তু এর মধ্যেও প্রতিদিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৯৯১ জনের করোনা সংক্রমণের খবর মিলেছে। ফলে ভারতে এখন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৩৮ জন। খবর আনন্দবাজার অনলাইন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতে করোনার মৃতের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ৪৩ জন বেড়ে হয়েছে ৪৮০। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই মারা গেছেন ২০১ জন।
ভারতে করোনা সংক্রমণের ভরকেন্দ্র এখন মহারাষ্ট্র। গোটা দেশের মধ্যে আক্রন্তের সংখ্যা ও মৃত্যু, দুটি ক্ষেত্রেই শীর্ষে রয়েছে এই রাজ্যটি। মোট ৩ হাজার ৩২৩ জন আক্রান্ত হয়েছে এখানে। এর পরেই রয়েছে দিল্লি। সেখানে এক হাজার ৭০৭ জন আক্রান্ত। এ ছাড়া তামিলনাড়ুতে ১ হাজার ৩২৩ জন, মধ্যপ্রদেশে ১ হাজার ৩১০ জন, রাজস্থানে ১ হাজার ২২৯ জন ও গুজরাটে ১ হাজার ৯৯ জন, তেলেঙ্গানায় ৭৬৬ জন এবং অন্ধ্রপ্রদেশে ৫৭২ জন আক্রান্ত হয়েছেন।
পশ্চিমবঙ্গে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ২৮৭ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩২ জন বেড়েছে। এই তথ্য অবশ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তবে রাজ্য সরকার জানিয়েছে, এখানে ‘অ্যাক্টিভ’ করোনা রোগী রয়েছেন ১৬২ জন। মৃত্যু হয়েছে ১০ জনের।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

