শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন মফিজুর

করোনাভাইরাস যখন সারা বিশ্বে আজ মহামারি আকার ধারন করছে। হোম কোরায়ান্টেন আর লকডাউন থাকার কারনে নিম্ন আয়ের আর মধ্যবিত্ত পরিবার গুলোতে চলছে হাহাকার, মধ্যবিত্ত পরিবার গুলো না পারছে কাউকে বলতে, নিরবে নিভৃতে পার করছে দিন।

সিলেটের উত্তর কুশিয়ারা ইউপির ৮নং ওয়ার্ডের বাসিন্দা স্থানীয় বাজারে ব্যবসায়ী তরুন সমাজ সেবক মফিজ উদ্দিন নিজ ওয়ার্ড মহিদপুর-মাঝপাড়া-তেড়াকুড়ির শত পরিবারের মধ্যে দুই ধাপে খাদ্যদ্রব্য বিতরণ করেন।

প্রথম ধাপে পঞ্চাশ পরিবার কে এলাকার যুবকদের নিয়ে রাতের আধারে ঘরে ঘরে নিজে পৌছে দেন খাদ্যসামগ্রী ।

আজ ১৮ এপ্রিল সোমবার আবার পঞ্চাশ পরিবারের হাতে খাদ্য তুলে দেয়া হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো, তৈল ১ লিটার, আলু ১ কেজি, ছোলা আদা কেজি, সাবান ১ টি, লবন এক কেজি, পিয়াজ ১ কেজি, ডাল আধা কেজি।

তরুণ সমাজ সেবক মফিজুর রহমান বলেন, মানুষের এই দুঃসময় পাশে দাঁড়ানো প্রত্যেক মানুষের দায়িত্ব। আগামীতে ও আমি এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করব,আল্লাহ যেন আমাকে সহ যারার এগুলো বিতরণ করতাছেন বা উদ্যোগ নিচ্ছেন সবাই কে শরিয়া মোতাবেক বন্ঠনের তাওফিক দান করেন,

তিনি আরো বলেন,আমরা যারা যাদের কে দিচ্ছি তারা কিন্তু পরিস্থিতির সম্মুখীন ,প্রত্যকের উচিৎ তাদের ছবি না তোলে বন্ঠন করা ।

এশিয়াবিডি/তারেক/সাইফ

আরও সংবাদ