করোনা; কাতারে নতুন করে আরো ৩৪৫ জন আক্রান্ত

আজ ১৮ এপ্রিল (শনিবার) ২০২০ ইংরেজি কাতারে নতুন করে আরও ৩৪৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং নতুন করে ১ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫০০৮ জন। চিকিৎসাধীন রয়েছেন ৪৪৯০ জন। আজকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৬ জন। সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫১০ জন। এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। মারা যাওয়া ৮ জনের মধ্যে ৩ জন বাংলাদেশি, ৩ জন কাতারে বসবাসকারী ও ১ জন কাতারী নাগরিক, আজকে নতুন করে মারা যাওয়া ৫৯ বছর বয়সী ব্যক্তিও কাতারে বসবাসকারী।

কাতারে বসবাস কারি বাংলাদেশের নাগরিক দের সাথে আলাপ করে যানা যায় চলমান পরিস্থিতি তে তারা বিশাল অর্থ সংকটের মধ্যে আছেন বিগত এক মাস থেকে অনেক কোম্পানি কাজ বন্ধ করে দেওয়ায় তারা পাচ্ছেন না বেতন, অনেকে আবার ফ্রী,ভিসা নিয়ে কাতের আসছেন তারাও এই মুহুর্তে করোনা ভাইরাস এর কারনে কাজ না থাকায় পরছেন বিপদে, দিতে পারছেন না রোম বাড়া, পাচ্ছেন না খাওয়ার টাকা।

কাতারে বসবাস রত বাংলাদেশী ফয়ছল মিয়া পিতা মাসুক মিয়া বাড়ি মৌলভীবাজার কমলগঞ্জ, তিনি জানান আমাদের কাজ না থাকায় আমরা অনেক সমস্যা আছি না পারছি সইতে না পারছি বলতে, শাদাত হোসেন পিতা আব্দুল জলিল বাড়ি ঢাকা, তিনি বলেন চলমান পরিস্থিতিতে আমার কাজ বন্ধ হওয়ায় গত মাসের বেতন পাইনি তাই দেশে টাকাও পাটাতে পারিনি আমার পরিবার আমার উপরে নির্বরশীল,সাইফুল ইসলাম পিতা শিরাজ মিয়া বাড়ি ফেন্সুগঞ্জ, তিনি বলেন আমরা কাতারি নাগরিকের ঘরে কাজ করছি আমাদের তেমন কোন সমস্যা হচ্ছে না তবে যারা বাইরে কাজ করে বা বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছে তাদের জন্য সমস্যা।

রাহান আহমের পিতার নাম আলা মিয়া বাড়ি কমলগঞ্জ, তিনি এ প্রতিনিধিকে মোটো ফোনে বলেন আজ বেশ কিছুদিন থেকে ছানাইয়া এলাকায় লগডাউনে আছি ঘর থেকে বাহির হতে পারছিনা, কাতার থেকে আমাদের প্রতিনিধি শেখ এনামুল হোসেন বলেন তিনি আজ এবিষয়ে কাতারের এক নাগরিকের সাথে কথা বল্লে কাতারি এই নাগরিক বলেন করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন, অযথা বাইরে ঘুরাফেরা করবেন না। বিনা কাজে রাস্তার বাহির হবেন না, মসজিদের সামনে বা বাসার ছাঁদে নামাজের জন্য জমায়েত হবেন না। কাতারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে সরকারের নির্দেশনা মেনে চলুন। কাতারের আইনলঙ্ঘন করলে ৩ বছরের জেল অথবা ২ লক্ষ কাতারী রিয়াল জরিমানা করার বিধান করেছে দেশটির সরকার।

এশিয়াবিডি/এনামুল/কামরান

আরও সংবাদ