জুড়ীর লাল মিয়ার ব্যতিক্রমী উদ্যোগ

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সারাদেশ অবরুদ্ধ(লকডাউন)। গত কিছুদিন আগে মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে । চরম এক মানবিক সংকটে যখন মানুষ, ঠিক তখই ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন হাজী লাল মিয়া। নিজের জমিতে চাষ করা বিভিন্ন জাতের সবজি সম্পূর্ণ বিলিয়ে দিচ্ছেন মানুষের মাঝে।
হাজী লাল মিয়া জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও উত্তর জাঙ্গিরাঈ গ্রামের বাসিন্দা। দেশের এই ক্রান্তিকালে এরকম সহায়তা করতে পেরে নিজের মধ্যেও আনন্দ তাঁর।
হাজী লাল মিয়া জানান, তিনি সারা বছরই মৌসুমী ফসল ও সবজি চাষ করেন। এতে তাঁর পরিবারের চাহিদা পুরণের পাশাপাশি প্রতিবেশি ও আত্মীয়দের দিতে পারেন। এবার যেহেতু সামাজিক পরিস্থিতি ভিন্ন তাই এরকম উদ্যোগ নিয়েছেন। অন্যদিকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে সবজি ব্যাগে ভরে বাড়ীর সামনে রেখে যাকে দিবেন তাকে মুঠোফোনে যোগাযোগ করে ব্যাগটি নিয়ে যাওয়ার জন্য বলেন এবং তিনি নিয়ে যান।
যেসব সবজি তিনি বিতরণ করছেন সেগুলো হলো, টমেটু, পুঁই শাক, ডাটা শাক, বেলেম্বুসহ অন্যান্য ভিন্ন ধরনের সবজি ।
এশিয়াবিডি/মারুফ/সাইফ

 
			