বালাগঞ্জে করোনা সন্দেহে সংগ্রহীত নমুনা সিলেটে প্রেরণ

বালাগঞ্জে করোনা (কোভিড-১৯) সন্দেহে পাঁচ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছিল গতকাল শনিবার(১৮ই এপ্রিল)।

আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুরে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা গুলো সিলেটে প্রেরণ করা হয়েছে।

এর আগে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হিংড়াকান্দি গ্রামে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করেন।

নমুনা সিলেটে প্রেরণ করা হয়েছে মর্মে বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এস এম শাহরিয়ার। রিপোর্ট পাওয়া মাত্র ই-মেইল করে উনাদের জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এই ৫ জনের মধ্যে ২ জন ঢাকা থেকে এবং ৩ জন কুমিল্লা থেকে বালাগঞ্জ এসেছেন। তারা সবাই জীবিকার উদ্দেশ্যেই ঢাকা ও কুমিল্লা গিয়েছিলেন।

এদিকে, এ রিপোর্টের অপেক্ষায় পুরো বালাগঞ্জ উপজেলাবাসী।

এশিয়াবিডি/তারেক/কামরান

আরও সংবাদ