জুড়ীতে লকডাউন অমান্য করে বিয়ে করায় গুনতে হলো জরিমানা

করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের লকডাউন অমান্য করে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় আইন মান্য করে বিয়ে করতে আসায় বরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (১৯ এপ্রিল) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় জায়ফরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে অভিযান পরিচালনা করে বরকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জানা যায়, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ভাতাইয়া গ্রামের বাসিন্দা ফুল মিয়ার পুত্র জসিম মিয়া লকডাউন অমান্য করে বিয়ে করতে আসেন জুড়ীর বাহাদুরপুর গ্রামে। এ সময় সেখানে জনসমাগমের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিয়ে বাড়ীতে গিয়ে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় বরকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানার বিষয়টির এশিয়াবিডিকে সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক।

এশিয়াবিডি/মারুফ/সাইফ

আরও সংবাদ