কক্সবাজার টেকনাফে প্রথম করোনা রোগী সনাক্ত!!
কক্সবাজার টেকনাফ উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের মারিচবনিয়া এলাকার ৭নং ওয়ার্ডের এক ব্যক্তির করোনা পজেটিভ পাওয়া যায়।
সূত্রে জানা যায় সে বাহারছড়ার স্থানীয় মারিশবানিয়া এলাকার বাসিন্দা মো. হোসেন (৫০) নামে এই ব্যক্তি কাচাঁ আম ব্যবসায়ী বলে জানান স্থানীয় ইউপি সদস্য মো. ফরিদ উল্লাহ ।
রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৫ টা ২০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে মোট নমুনা টেস্ট হতে প্রাপ্ত ফলাফলে ৪ জনের করোনা ‘পজিটিভ’ ধরা পড়েছে।
এর মধ্যে ৩ জন মহেশখালীর এবং ১ জন টেকনাফের বাসিন্দা।
জানা যায়, গত ৪এপ্রিল আক্রান্ত ব্যক্তি কাঁচা আম নিয়ে নিজ এলাকা থেকে ঢাকা গিয়েছিল। সে ঢাকা কাওরান বাজার থেকে আবার ৬এপ্রিল এলাকায় আসার পর এলাকার সবার সাথে মেলামেশা করে আসছিল। সর্বশেষ তার অবস্থা একটু খারাপ দেখে টেকনাফ স্বাস্থ্য বিভাগকে অবগত করে তার করোনা টেষ্টের ব্যবস্থা করা হয়।
গত ১৮ এপ্রিল টেকনাফ সদর থেকে মেডিকেল টিম এসে তার রক্ত সংগ্রহ করে নিয়ে যায়।
পরবর্তীতে ১৯ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজে করোনা টেষ্টে তার পজেটিভ রির্পোট এসেছে বলে জানা যায়।
এদিকে সন্ধায় উপজেলা প্রশাসন কতৃক করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।অত্রএলাকাটি ১৪৪ ধারা জারি হওয়ার কথা ও এলাকায় বলা হয়েছে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে আক্রান্ত ব্যক্তির বাড়ি ইতিমধ্যেই লকডাউন করা হয়েছে। করোনা রোগীকে টেকনাফ হাসপাতাল আইসোলেশন ওয়ার্ডে হস্তান্তর করা হয়েছে। বাহারছড়াস্থ হোছেন নামের এই ব্যক্তির করোনা পজেটিভ এসেছে। এ ব্যাপারে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এশিয়াবিডি/সানি/কামরান

