ঢাকা, না.গঞ্জের পর যে জেলাগুলোতে আক্রান্তের সংখ্যা বেশি


ঢাকা ও নারায়ণগঞ্জের পর কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে এগিয়ে রয়েছে গাজীপুর। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি।

ডা. নাসিমা সুলতানা বলেন, কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার যে পজেটিভ কেসগুলো বিশেষভাবে দেখতে পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে গাজীপুরে আক্রান্তের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে।  যা ২০ শতাংশের কাছাকাছি।

পরিসংখ‌্যান তুলে ধরে তিনি বলেন, গাজীপুরে আক্রান্তের সংখ্যা ১৯.৫ শতাংশ, কিশোরগঞ্জে ১৩.৫ শতাংশ, নরসিংদীতে ৬ শতাংশ। ঢাকা ও নারায়ণগঞ্জে আগের মতোই বেশি রয়েছে।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা একশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে।  মারা যাওয়াদের মধ্যে ৮ জন পুরুষ এবং দুইজন নারী।

বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রয়েছেন ২ হাজার ৪৫৬ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৪৯২ জন আক্রান্ত হয়েছেন।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ