ওসমানীনগরে ফ্যামিলি ফুড প্যাক পেলেন ১৪৫ পরিবার
সিলেটে ওসমানীনগরে করোনা ভাইরাসে গৃহবন্দী থাকা কর্মহীন, অভাবগ্রস্ত, অসহায় ও দুস্থ ১৪৫ টি পরিবারের মধ্যে ফ্যামিলি ফুড প্যাক বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ গলমুকাপন, ওসমানীনগর, সিলেট এর সহযোগী সংগঠন “জামেয়া গলমুকাপন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে’র পক্ষ থেকে পবিত্র মাহে রামাদান উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন, বড় হাজীপুর, কোনাপাড়া, জাকিপুর, ইসলামপুর, ঈসাগ্রাই, মাইজগাঁও, পশ্চিমগাঁও গ্রামে বিতরণ করা হয়।
প্রতিটি ফ্যানিলি ফুড প্যাকে ছিল- ৫ কেজি চাল, ৩ কেজি পেয়াজ, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চানা, ১ লিটার সয়াবিন তেল ও আদা কেজি খেজুর।
জামেয়া গলমুকাপন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে দায়িত্বশীলদের দিকনির্দেশনায় ও মাওলানা শামীম আলম সোহাগের তত্বাবধানে ফ্যামিলী ফুড প্যাক বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মাওলানা লুৎফুর রহমান জুনাইদ, মুফতি মিনহাজ উদ্দিন মিলাদ, আব্দুল হামিদ নাসার, লিটন মিয়া, মাওলানা বদরুল আলম, হাফিজ মওলানা মিসবাহ উদ্দিন, মাওলানা রশীদ আলী, মাওলানা হাসান আলী,মাওলানা মুজাম্মিল হুসাইন, মাওলানা জালাল আহমদ, মাওলানা ইমরান আহমদ রুবেল, মুজাক্কির আহমদ নাজু, মাওলানা নাহীদ আহমদ, জুনেদ মিয়া, প্রমুখ।
এসোসিয়েশনের পক্ষ থেকে ফ্যামিলি ফোড প্যাক বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
এশিয়াবিডি/তারেক/সাইফ