কবিতাঃ করোনা
‘করোনা’
শফিকুল আলী
আমরা পৃথিবীবাসী বড় দুর্বল
আমাদের সব শক্তি আর ক্ষমতা
অণুজীব করোনার কাছে বিফল।
যাকে খালি চোখে দেখা যায় না
তার ছুবলে তবু কেউ বাঁচে না।
নিস্তব্ধ আজ পৃথিবীর সব কোলাহল
আমরা পৃথিবীবাসী বড় দুর্বল।
করোনার ভয়ে বিশ্ব আজ লকডাউন
মহামারীর ইতিহাসে, এটাই বুঝি নতুন।
পৃথিবীবাসীর চাওয়া শুধু একটাই
এ কঠিন আযাব থেকে রেহাই চাই।
করোনায় পৃথিবী ছেড়ে চলে গেছে কতজন
কবে জানি ধ্বংস হয় করোনার কঠিন আক্রমণ।
বিশ্ব এখন মৃত্যুপুরী নেই কোন কোলাহল
থমকে গেছে বিশ্ব ধীরে ধীরে হচ্ছে অচল।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান