ফের কারফিউর সময় পরিবর্তন করলো সৌদি আরব

পবিত্র রমজান মাস দরজায় কড়া নাড়ছে। সৌদি আরবে আসছে শুক্রবারে হতে পারে প্রথম রোজা। রোজার মাসকে সামনে রেখে আবারও কারফিউ সময় পরিবর্তনের ঘোষণা দিয়েছে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

যে সকল স্থানে বিকেল তিনটা থেকে কারফিউ শুরু হয় সে সকল স্থানে বিকেল পাঁচটা থেকে শুরু হবে এবং শেষ হবে সকাল নয়টায়। অর্থাৎ সকাল ছয়টা পরিবর্তে সকাল নয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

আর যে সকল স্থানে ২৪ ঘন্টায় কারফিউ চলমান রয়েছে বিশেষ প্রয়োজনে বাহিরে গেলে সকাল ছয়টা থেকে বিকেল তিনটার মধ্যে ছিল। সেই সময় সূচি পরিবর্তন করে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরিবর্তন করেছে।

এছাড়া আর অন্যান্য যে সকল নিয়ম কারফিউ অবস্থায় বলবৎ ছিল সেগুলো আগের মতোই অপরিবর্তিত থাকছে।
এর আগে সর্ব প্রথম ২৩ মার্চ করোনা প্রতিরোধে টানা ২১ দিনের কার্ফিউ জারি করেন সৌদি বাদশা কিং সালমান।
হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ২৮ রজব সন্ধ্যা থেকে এই কার্ফিউ শুরু হবে যা ইংরেজি তারিখ অনুযায়ী ২৩ মার্চ ২০২০ এর সন্ধ্যাবেলা ছিল।

কার্ফিউ জারীর সময় বলা হয়েছিল সৌদি আরবে প্রবাসী সহ সকল বসবাসকারীদের কার্ফিউ চলাকালীন সময় নিজেদের নিরাপত্তার খাতিরে বাসায় অবস্থান করতে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই কার্ফিউ বলবৎ রাখার জন্য সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল দরকারি পদক্ষেপ নিবে।এবং বাস্তবেও এর প্রয়োগ দেখা যায়।এর ২১ দিন পর সৌদি বাদশাহ কিং সালমান আবার অনির্দিস্টকালের জন্য কার্ফিউ বলবৎ রাখার সিদ্ধান্ত নেন।

প্রথমে প্রধান প্রধান শহরগুলিতে কার্ফিউ জারি করার পর অন্যান্য অঞ্চলগুলিতেও কার্ফিউ জারি করা হয়।
যে সকল ব্যাক্তি বা প্রতিষ্ঠান কার্ফিউ আওয়তার বাহীরে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে তাদের কর্মস্থলে যেতে পারবেন

১। খাদ্য খাত : যাবতীয় খাদ্য বিক্রয়কেন্দ্রসমূহ যেমন ক্যাটারিং, সুপারমার্কেট, পোল্ট্রি, ভেজিটেবলশপ, গ্রোসারী, কসাইয়ের দোকান, বেকারী, ফুড ফ্যাক্টরি এবং খাদ্য গবেষণাগার।

২। স্বাস্থ্য খাত : যাবতীয় ওষুধের দোকান, ফার্মেসি, ক্লিনিক, হাসপাতাল, মেডিক্যাল ল্যাব ইত্যাদি

৩। গণমাধ্যম : সকল গণমাধ্যম কর্মীগণ এর আওতামুক্ত থাকবে।

৪। পরিবহণ : মালামাল পাঠানোর গাড়ী, পার্সেল, কাস্টম ক্লিয়ারেন্স, ওয়্যারহাউজ, সাপ্লাইচেইন( স্বাস্থ্য ও খাদ্যখাতের জন্য) এবং বন্দর কার্যক্রম।

৫। যাবতীয় ফিনান্সিয়াল ও ইনস্যুরেন্স খাত : যেমন ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট(নাজম), জরুরি হেলথ ইনস্যুরেন্স সার্ভিস ইত্যাদি।

৬। টেলিকম : যাবতীয় টেলিকম সার্ভিস এই কার্ফিউ এর আওতামুক্ত থাকবে।

৭। পানি সরবরাহ খাত : পানি সরবরাহ খাত এই কার্ফিউ এর আওতামুক্ত থাকবে।

এশিয়াবিডি/জাকির/কামরান

আরও সংবাদ