দোয়ারাবাজারে ৪৫০ টি পরিবারকে ত্রাণ সহায়তা
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সরকারের দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে তৃতীয় ধাপে ৪৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে দোয়ারাবাজার উপজেলার ৮নং বগুলা ইউনিয়ন পরিষদে উপজেলার দরিদ্র দিনমজুর খেটে খাওয়া পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু বিতরণ করা হয়েছে।
অসহায়দের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলার বগুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসার তাপস দেব,মাহমুদুল হাসান, রিটন দাস, ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, জসিম উদ্দিন প্রমুখ।
বগুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল বলেন, দেশে সরকার ত্রাণ প্রদানে কৃপণ নয়,দেশ ও জাতির ক্রান্তিকালে সরকার বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছে। তিনি আরো বলেন, সততা ও নিষ্ঠার সাথে ত্রাণ বন্টন করলেই অসহায়দের দুঃখ লাঘব হবে। আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ,এখানেই খাদ্য সংকট নেই।বিষন্ন হতাশ হবার কারণ নেই, তবে সচেতন হওয়া অত্যাবশ্যক। সামাজিক দূরত্ব বজায় রাখুন খাবার ঘরে পৌঁছে যাবে। আপনার সচেতনতা পরিবারকে নিরাপদে রাখতে পারে বলে তিনি বলেন।
এশিয়াবিডি/ইসমাইল/সাইফ