রাজনগরে র্যাবের হাতে ছাত্রদল নেতা গ্রেফতার
মৌলভীবাজারের রাজনগরে ডিজিটাল নিরাপত্তা আইনে শাহ আলম (২০) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে র্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ৯ সিলেট কার্যালয়ের একটি টিম অভিযান চালিয়ে ফতেপুর ইউনিয়নের বেরকুড়ি গ্রাম থেকে তাকে আটক করে। সোমবার রাতে রাজনগর থানা পুলিশের হাতে তাকে হস্তান্তর করলে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। এব্যাপারে র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছে। গ্রেপ্তারকৃত শাহআলম উপজেলার ফতেপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি।
মামলা সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের বেরকুড়ি গ্রামের মফিজ আলীর ছেলে শাহ আলম (২০) তার ফেসবুক আইডি ‘শাহ আলম গাজী’ থেকে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য শেয়ার করে আসছিল। গোপন তথ্যের মাধ্যমে র্যাব-৯ সিলেটের এএসপি উবাইন এর নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এসময় তাকে গ্রেফতার করে র্যাব-৯ এর সিলেট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাজনগর থানা পুলিশের হাতে তাকে হস্তান্তর করে র্যাব-৯। এ ব্যাপারে রেবের এসআই তাজউদ্দিন আহমেদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজনগর থানায় মামলা করেছেন।
মামলায় মন্ত্রী, ভারতীয় প্রধানমন্ত্রীসহ আরো কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবির সঙ্গে কুরুচিপূর্ণ বক্তব্য, ছবিবিহীন কুরুচিপূর্ণ মন্তব্য, মানহানিকর বক্তব্য ফেসবুক আইডিতে পোস্ট এর মাধ্যমে আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করে বলে মামলায় উল্লেখ করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৯/৩১ ধারায় অভিযোগ দাখিল করে র্যাব।
মঙ্গলবার দুপুরে রাজনগর থানা পুলিশ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত শাহ আলমকে জেলহাজতে পাঠায়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসিম বলেন, র্যাব সিলেটের একটি টিম তাকে গ্রেপ্তার করেছিল। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেছে। আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এশিয়াবিডি/সোহেল

