জুড়ীর সাইফুল আবুধাবীতে করোনায় আক্রান্ত
সাইফুল ইসলাম মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রীগাও গ্রামের ছৈয়দ আলীর ছেলে। তিনি প্রায় ১২ বছর থেকে প্রবাসে আছেন।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে তার অসুস্থতার সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন তার পরিবার।
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাইফুল ইসলাম মুক্তাদির গেল এক সপ্তাহ থেকে করোনায় আক্রান্ত হয়ে দেশ’টির রাজধানী আবুধাবী খলিফা হাসপাতালে ভর্তি আছেন।
সাইফুলের ছোট ভাই খায়রুল ইসলাম বলেন গত সপ্তাহে তার ভাই করোণা রোগে আক্রান্ত হন।খাইরুল ইসলাম সাইফুল এর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এশিয়াবিডি/মারুফ/কামরান


