মৌলভীবাজারে পুলিশের জন্য হোটেল কক্ষ ফ্রি
মৌলভীবাজারে দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য সম্পূর্ণ বিনা ভাড়ায় একটি অভিজাত হোটেলের ২০টি কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে।
শহরের কুসুমবাগ এলাকায় অবস্থিত রেস্ট ইন হোটেল অ্যান্ড রেস্তোরাঁর মালিক মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশদের জন্য এই কক্ষগুলো বরাদ্দ দিয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) হোটেল কর্তৃপক্ষ জানান, এখন থেকে করোনাভাইরাস সংক্রমণ রোধে দায়িত্বরত পুলিশ সদস্যরা হোটেলের ২০টি কক্ষে বিনা ভাড়ায় থাকতে পারবেন। প্রতি রাতে এই কক্ষগুলোর প্রতিটির ভাড়া ছিল এক হাজার ৬০০ থেকে তিন হাজার টাকা। গতকাল রাত থেকেই পুলিশ সদস্যরা হোটেলে উঠতে শুরু করেছেন।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ