রাজনগরের মিয়ারকান্দি গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ইসলামপুর মিয়ারকান্দি গ্রামে মহামারী করোনা সংক্রামন রোধে বাড়িতে থাকা অসহায়, কর্মবিমুখ গরিব, দু:খী মানুষের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী বিতরণ করছেন ইসলামপুর মিয়ারকান্দি যুবসমাজ কল্যাণ সংস্থা’র’ সদস্যারা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মুন্সিবাজার ইউনিয়নের ইসলামপুর মিয়ারকান্দি গ্রামে করোনা ভাইরাস মহামারীতে ঘরবন্দী গরিব অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে অর্ধশত এর বেশি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন -মুন্সিবাজারের সেবা ফার্মেসীর মালিক সোলেমান মিয়া, কুয়েত প্রবাসি ফয়ছল আহমদ ফজল,কাতার প্রবাসি তাজুল ইসলাম,তজমুল আহমদ,দুবাই প্রবাসি রেজু মিয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সেলিম আহমদ,ফখরুল ইসলাম, কামাল আহমদ,শামিম আহমদ,আব্দুল কাইয়ুম, সাজু আহমদ,জাকির হোসেন,সোহান আহমদ।
প্রবাসি কয়েক জনের সাথে আলাপ করলে তারা বলেন, করোনা জনিত কারণে মানুষ স্বেচ্ছায় গৃহবন্ধী। এতে অনেকেই খাদ্য সমস্যায় আছে । এই ক্রান্তি লগ্নে আমাদের গ্রাম অসহায় কর্মহীন মানুষের পাশে দুর্যোগময় সময়ে প্রত্যেকেই যার যার স্বামর্থ অনুযায়ী অসহায় অক্ষম মানুষের পাশে দাড়ানো আমাদের দায়িত্ব মনে করে আমরা সহযোগীতার হাত বাড়িয়েছি।
আরো বলেন আমরা সব সময় তাদের কে সহযোগীতা করতে আমরা প্রস্তুত রয়েছি।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

