আনোয়ারায় করোনার মাঝে পিকনিক আয়োজন; পুলিশের লাঠিপিটা

করোনার প্রাদুর্ভাবের মাঝে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পিকনিকের আয়োজন করলে পুলিশ লাঠিপিটা করে ছত্রভঙ্গ করে দেয় যুবকদের।

গতকাল (২২ শে এপ্রিল) উপজেলার ৬নং বারাখাইন ইউনিয়নে শিলাইগাড়া গ্রামে এই ঘঠনা ঘটে। জানা যায়, করেনার মাঝেও একদল যুবক বিনোদনের নামে প্রতিনিয়ত গান, আড্ডা, পিকনিকের আয়োজন করে।

এতে সরকার ঘোষিত সামাজিক দূরত্ব অনেকটা ভেঙ্গে পড়ে। খবর পেয়ে আনেয়ারা থানা পুলিশ এসব উৎশৃংখল যুবকদের লাঠিপিটা করে তাড়িয়ে দেয়। আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম মামুন জানান, খবর পেয়ে আমাদের দায়িত্বরত টিম ঐ এলাকায় গিয়ে ধাওয়া করলে সবাই পালিয়ে যাওয়াতে কাউকে আটক করা হয়নি।তবে পরবর্তীতে খবর পেলে আবারো ঐ এলাকায় অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের আইনের আওতায় আনা হবে।এতে স্থানীয় সচেতন নাগরিকদের সহায়তার প্রয়োজন মনে করেন তিনি।

এশিয়াবিডি/কামরান/জাহিদ

আরও সংবাদ