জুড়ীর যুবক করোনায় আক্রান্ত ছিলেন না

ছবিঃ এশিয়াবিডি

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনালে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা যাওয়া যুবক(২০) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।

রবিবার(১৯ এপ্রিল) রাতে জুড়ী উপজেলার সাগরনাল চা বাগানে মারা যাওয়া যুবকের নমুনায় করোনাভাইরাসের (কোবিড-১৯)এর ফলাফল নেগেটিভ এসেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) প্রিয়জ্যোতি ঘোষ।

গত রবিবার তিনি রাতে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান ওই যুবক (২০)। স্থানীয়রা ধারণা করেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এরকম খবরে পরদিন সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও প্রিয়জ্যোতি ঘোষের নেতৃত্বে তদন্ত দল যুবকের নমুনা সংগ্রহ করে সিলেটের পরীক্ষাগারে প্রেরণ করেন। আগে থেকে যুবকের জন্ডিস, গ্যাস্ট্রিক ও হাপানির সমস্যা থাকায় এবং পরিবারের কারও মধ্যে কোনো উপসর্গ না থাকায় তদন্ত দল করোনা আক্রান্তের মৃত্যু নাও হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেন।

উল্লেখ্য যে, এইদিনই দুপুরে সামাজিক দূরত্ব নিশ্চিতে ও করোনার সংক্রমণ ঠেকাতে ওই এলাকার পার্শ্ববর্তী ১৭টি বাড়ি লকডাউন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অসীম চন্দ্র বনিক জানান, বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে মৃত ব্যক্তির নমুনার চূড়ান্ত ফলাফল আসার আগ পর্যন্ত বাগানের কেউ বাইরে যেতে পারবে না, বাইরের কেউ প্রবেশ করতে পারবে না এবং কাজেও যোগ দিতে পারবে না।

এশিয়াবিডি/কামরান/মারুফ 

আরও সংবাদ