সৌদিতে আজ করোনায় ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫৮ জন!
সৌদিতে আজ করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে নতুন করে আক্রান্ত হয়েছে আরো ১ হাজার ১৫৮ জন। এরফলে সৌদি আরবে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৩ হাজার ৯৩০ জনে!
এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট মারা গিয়েছেন ১২১ জন। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে ১১৩ জন, এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১৯২৫ জন।
নীচে সৌদি আরবের কোন কোন অঞ্চলে আজ ঠিক কতজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন তা নীচে দেওয়া হল :
মদিনা ২৯৩ মক্কা ২০৯ জেদ্দা ২০৮ রিয়াদ ১৫৭ আল-হাফুফ ৭৮ দাম্মাম ৪৩ আল-জোবাইল ৪০ তায়েফ ৩২ আল-খোবার ২৮ আনিজা ১৩ আল-বুকাইরিয়া ১১ তাবুক ১০ হাইল ৯ আল-হাদা ৫ রাবিক ৫ ইয়ানবু ৪ আবহা ১ আল-দাহরান ১ আল-কাতিফ ১ আল-বাহা ১ আরআর ১ নাজরান ১ আল-আকিক ১ আল-দিরিয়া ১ হাফর আল-বাতেন ১ আল-খুরমা ১ আল-ওউজ ১ উম আল-দোওম ১ আল-মানদাক ১ ওয়াদি আল-ফোরা ১ সনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।
সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২৬ লাখ ২৮ হাজার ৫২৭ জন। মারা গেছেন ১ লাখ ৮৩ হাজার ৪২৪ জন এবং মারা গিয়েছে ১ লাখ ৭০ হাজারের মতো মানুষ। আসন্ন রমজান মাসে নিজ নিজ বাসায় অবস্থান করে সকল ইবাদত করতে সারাবিশ্বের মুসলিমদের আহ্বান জানিয়েছেন সৌদি সর্বোচ্চ ওলামা পরিষদ।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

