কক্সবাজারে আরো ১ জন করোনা শনাক্ত! মোট আক্রান্ত ৭

কক্সবাজার টেকনাফে অন্যান্য জেলার মত প্রতিদিন একজন করে করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে। আরো একজন করোনা রোগী সনাক্ত হয়েছে কক্সবাজারে, যার ফলে মোট আক্রান্ত ৭ জন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রায় শতাধিক সন্দেহভাজন মানুষের পরীক্ষা করে টেকনাফের একজনের রিপোর্টে ‘পজেটিভ’ আসে।

এর আগে প্রায় এক হাজার সন্দেহভাজন মানুষের পরীক্ষা নীরিক্ষা শেষে নাইক্ষংছড়ির একজন, মহেশখালীর তিন জন, কক্সবাজার সদরের একজন এবং সর্বশেষ টেকনাফে দুইজন রোগী সনাক্ত করা হয়েছে। তবে প্রত্যেকে এখনো শারীরিকভাবে সুস্থ রয়েছে।

আজ করোনা পজেটিভ আসা ব্যক্তি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হারাঙ্গ্যাঘোনা এলাকার মৃত আলী হোসেন ছেলে মোহাম্মদ ইদ্রিস (৪০)। তিন মাস আগে তাবলীগে গিয়ে, ১০ দিন আগে বাড়ি ফিরেছে বলে জানা যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অনুপম বড়য়া বলেন, যে কয়েকজন রোগীর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে তারা প্রত্যেকে ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন বলে জানা গেছে।

এদিকে নতুন করে একজনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিকেল ৩ টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম সরকারি এ্যাম্বুলেন্সসহ তার বাড়ির উদ্দ্যেশে রওয়ানা দিয়েছে।।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল জানান- আমাদের স্বাস্থ্য টিম করোনা রোগীর যাতায়াত রিপোর্ট নেওয়া, বাড়ি লকডাউন করা,পরিবারের সদস্যদের কোয়ারান্টাইনে রাখা, তাকে চিকিৎসার জন্য আইসোলেশনে নিয়ে আসা সহ প্রয়োজনীয় জরুরি সব উদ্যোগ নেবেন।

এশিয়াবিডি/কামরান/সানী

আরও সংবাদ